এশিয়া কাপের প্রথম ম্যাচে আর কিছুক্ষণ পর সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হচ্ছে ভারত। প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল হলেও ভারতের একাদশে জাসপ্রীত বুমরাহকে দেখা যেতে পারে—আর এতেই বেজায় চটেছেন সাবেক ব্যাটার অজয় জাদেজা। ভারতীয় টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তকে তিনি ‘অযৌক্তিক’ বলে আখ্যায়িত করেছেন। এমনকি গম্ভীর ও সূর্যকুমার যাদব যদি সত্যিই ইউএই’র বিপক্ষে বুমরাহকে খেলান, তবে তিনি প্রতীকী ‘ধর্মঘট’-এ যাবেন বলেও মন্তব্য করেছেন।
টিভি সম্প্রচারকালে জাদেজা স্পষ্ট ভাষায় বলেন, ‘কোনো ম্যাচেই যদি বুমরাহকে রক্ষা না করেন, তবে করতেই হবেন না। আর যদি সংরক্ষণ করতে চান, তাহলে ইউএই’র মতো ম্যাচই তো আদর্শ সুযোগ। যুক্তি বলে, এখানে তাকে বিশ্রাম দেওয়া উচিত। কিন্তু আমরা তো কখনো যুক্তির পথে হাঁটি না। এখন কি ইউএই’র বিরুদ্ধেও বুমরাহ দরকার?’
বুমরাহকে নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। পিঠের ইনজুরির কারণে অস্ট্রেলিয়া সফরে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। চ্যাম্পিয়নস ট্রফি জেতা সত্ত্বেও দলে ছিলেন না। সামনে বিশ্বকাপ—তাই তাকে নিয়ে ভারতীয় শিবিরে চিন্তার শেষ নেই।
জাদেজার সুরে সুর মিলিয়েছেন আরেক সাবেক তারকা ইরফান পাঠানও। তার মতে, যদি কোনো ক্রিকেটার স্কোয়াডে থাকেন, তবে তাকে সিরিজের পুরোটা খেলানোর মানসিকতা নিয়েই নির্বাচন করতে হবে। ‘আপনি যখন খেলতে নামবেন, তখন পূর্ণ শক্তি নিয়ে নামবেন। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের নামে একেক ম্যাচে একেক সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। এতে ছন্দ নষ্ট হয়।’—মন্তব্য করেন পাঠান।
অন্যদিকে, পাঠান সম্ভাব্য ভারতের বোলিং কম্বিনেশনও তুলে ধরেন—বুমরাহ, অর্শদীপ, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল। আর অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে। তার মতে, এই ব্যাটিং গভীরতায় কুলদীপ যাদবের জন্য আর জায়গা থাকে না।
ভারত আজ রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এশিয়া কাপ অভিযান শুরু করবে। তবে আলোচনার কেন্দ্রবিন্দু এখন একটাই—দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধেও কি মাঠে নামবেন বুমরাহ?