এশিয়া কাপের আগে বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলার কথা ছিল ভারতের। সেটি হলে আর্থিকভাবে লাভবান হতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারত না আসায় টাইগাররা এখন খেলছে নেদারল্যান্ডসের বিপক্ষে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, ভারত না আসায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
বিসিবি সভাপতি জানান, ভারত না আসায় আর্থিক ক্ষতির পাশাপাশি প্রস্তুতিতেও ঘাটতি হয়েছে বাংলাদেশের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারত আসার কথা ছিল বাংলাদেশে; কিন্তু আসেনি। আমরা কিছুটা আর্থিক ক্ষতিতে আছি এই সিরিজ নিয়ে। তবুও আমরা এই সিরিজ আয়োজন করেছি। কলকাতায় সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে আমরা হেরেছিলাম। তাই শক্তির ব্যাপারের চেয়ে বড় ব্যাপার হলো প্রস্তুতি।’
এশিয়া কাপ এবং ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এখন থেকেই বাংলাদেশের প্রস্তুতি শুরু বলে দাবি বুলবুলের। বিসিবি সভাপতি বলেন, ‘আমরা ভালো খেলছি। এশিয়া কাপ ও ২০২৬ সালের যে বিশ্বকাপ হবে তার প্রস্তুতি চলছে এখন।’
উল্লেখ্য, আসন্ন এশিয়া কাপে বাংলাদেশ দলের লড়াই শুরু হবে ১১ সেপ্টেম্বর আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের সঙ্গে ম্যাচ খেলে গ্রুপ পর্ব শেষ করবে টাইগাররা।