খেলাধুলা

ভেনেজুয়েলার বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে আর্জেন্টিনা

ভেনেজুয়েলার বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে আর্জেন্টিনা


বিশ্বকাপ বাছাইপর্বে ইতিমধ্যেই জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবুও লিওনেল স্কালোনির দলকে ঘিরে আগ্রহের শেষ নেই। শুক্রবার ভোরে (বাংলাদেশ সময় ৫টা ৩০ মিনিটে) বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে নামছে মেসির আর্জেন্টিনা।

এই ম্যাচ ঘিরে আগ্রহ থাকার অন্যতম প্রধান কারণ হল ঘরের মাটিতে এই ম্যাচই হতে পারে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির শেষ ম্যাচ। তাই ভক্তদের আগ্রহ এরকম ম্যাচে কিরকম একাদশ নামাবেন স্কালোনি।

স্বাভাবিকভাবেই গোলবারে অটল থাকছেন এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজ। রক্ষণভাগে নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্দি থাকবেন নিশ্চিতভাবেই। তবে বাঁ-দিকের ডিফেন্ডার নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। নিকোলাস টালিয়াফিকো না কি মার্কোস আকুনা—এই সিদ্ধান্ত ম্যাচের আগমুহূর্তে নেবেন কোচ।

মাঝমাঠেও একটি প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। লিয়ান্দ্রো পারেদেস ও রদ্রিগো দে পল জায়গা নিশ্চিত করলেও তৃতীয় সঙ্গী কে হবেন তা নিয়ে দ্বিধায় স্ক্যালোনি। রিয়াল মাদ্রিদের তরুণ ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো না কি কোমোর নিকোলাস পাজ—এই লড়াই শেষ পর্যন্ত কার পক্ষে যায় তা দেখার অপেক্ষা। ইনজুরিতে থাকা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং নিষেধাজ্ঞার কারণে অনুপস্থিত এনজো ফের্নান্দেজ নেই দলে।

আক্রমণভাগে অবশ্য কোনো চমক নেই। লিওনেল মেসির সঙ্গী হচ্ছেন হালের ফর্মে থাকা জুলিয়ান আলভারেজ ও থিয়াগো আলমাদা।

সম্ভাব্য একাদশ (আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা)

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্দি, নিকোলাস টালিয়াফিকো/মার্কোস আকুনা

মিডফিল্ড: রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস পাজ/ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো

ফরোয়ার্ড: লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, থিয়াগো আলমাদা





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।