খেলাধুলা

মাইলস্টোন ট্র্যাজেডিতে শোকাহত সাকিব | কালবেলা

মাইলস্টোন ট্র্যাজেডিতে শোকাহত সাকিব | কালবেলা


উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় দেশের কোটি মানুষের মতোই শোকাহত হয়েছেন বাংলাদেশের ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও আহতদের সুস্থতা কামনা করেছেন।

সাকিব লিখেছেন, ‘আজ মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে ভবিষ্যতের স্বপ্নরা গড়ে ওঠে, সেটাই পরিণত হয়েছে শোকস্তব্ধ বেদনার স্থলে। এক নিমেষে ঝরে গেছে অনেক তরুণ প্রাণ, নিভে গেছে অগণিত স্বপ্ন।’

এই ঘটনায় একজন বাবা ও মানুষ হিসেবে নিজের গভীর কষ্টের কথা জানান তিনি। বলেন, ‘একজন বাবা হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে, এবং একজন মানুষ হিসেবে এই শোক, এই যন্ত্রণা আমি গভীরভাবে অনুভব করছি। প্রতিটি নিঃশেষিত পরিবারের কষ্ট আমার নিজের বলেই মনে হচ্ছে।’

জাতি হিসেবে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সাকিব আরও লেখেন, ‘আসুন, আমরা সবাই মিলে নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করি। এই কঠিন সময়ে আমরা যেন একে অন্যের পাশে থাকি।’

ইংরেজিতেও একটি বার্তা দিয়েছেন তিনি, যেখানে তিনি লিখেছেন, “This ache feels deeply private… A spot of studying has become a web site of tragedy.” তার বার্তায় উঠে এসেছে স্বজন হারানো পরিবারগুলোর প্রতি অকুণ্ঠ সহানুভূতি, প্রার্থনা ও জাতীয় শোকের অনুভব।

উল্লেখ্য, ২১ জুলাই দুপুর ১টার দিকে উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলের পাশেই বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী হতাহত হয়েছে বলে জানা গেছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।