খেলাধুলা

মাদ্রাসা থেকে ক্রিকেটার রুবেলের ভাতিজা নিখোঁজ

মাদ্রাসা থেকে ক্রিকেটার রুবেলের ভাতিজা নিখোঁজ


জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার রুবেল হোসেনের ভাতিজা হাফেজ তামিম হোসেনকে (১৪) খুঁজে পাওয়া যাচ্ছে না।

বুধবার (০৭ মে) গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক স্টাট্যাসে তিনি এ তথ্য জানান।

নিখোঁজ তামিম হোসেন বাগেরহাট ইসলামিয়া ক্যাডেট একাডেমির শিক্ষার্থী। তামিম রুবেলের বড় ভাইয়ের ছেলে।

ওই স্টাট্যাসে ক্রিকেটার রুবেল লেখেন, ‘আমি পেসার রুবেল হোসেন। দীর্ঘদিন ধরে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছি। আজকের দিনটি আমার জন্য বেদনার। আমার বড় ভাইয়ের ছেলে হাফেজ তামিম হোসেন বয়স ১৪ বছর। বাগেরহাট ইসলামিয়া ক্যাডেট একাডেমি থেকে আনুমানিক সন্ধ্যা ৬টা থেকে নিখোঁজ রয়েছে। কেউ যদি তাকে খুঁজে পান। নিচে দেয়া নম্বরে যোগাযোগ করার অনুরোধ রইল।’

খুঁজে পাওয়া গেলে এই নম্বরে (১৯৬০০-৭০৪১৩) যোগাযোগ করার অনুরোধ করেছেন রুবেল।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।