খেলাধুলা

মুশফিকের আরেক ব্যর্থতা, লিডে আশাবাদী বাংলাদেশ

মুশফিকের আরেক ব্যর্থতা, লিডে আশাবাদী বাংলাদেশ


মুশফিকুর রহিম যেন ভুলেই গেছেন ব্যাটিংয়ের কলা-কৌশল। সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৪ রান করে ফিরেছিলেন, দ্বিতীয় ইনিংসে আবারও হতাশ করলেন। সেখানেও তার নামের পাশে মাত্র ৪ রান। ম্যাচের টানটান মুহূর্তে দলকে চাপমুক্ত করতে পারেননি, উল্টো উইকেট হারিয়ে চাপ আরও বাড়িয়ে দিয়ে গেছেন। মুজারাবানির অফ স্ট্যাম্পের বাইরের বলে ড্রাইভ খেলতে গিয়ে প্রথম স্লিপে ধরা পড়লেন তিনি, দিনের দ্বিতীয় সেশনের একদম শেষ বলেই। পুরো টেস্টেই খোলসে ঢুকে থাকা মুশফিক আবারও সমালোচনার কেন্দ্রে।

এর আগে ইনিংসের শুরুতে সাদমানের উইকেট হারালেও মুমিনুল ও জয় ভালো শুরু এনে দিলেও সেটা বড় রানে রূপ নিতে পারেনি। জয়ের ব্যাট থেকে আসে ৩৩ রান। তাদের জুটিতে আসে ৬০ রান, যা লিডের ভিত্তি গড়ে দেয়। এরপর মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত মাঝের ওভারে গড়েন ধৈর্যের প্রতিচ্ছবি। মুমিনুল শেষ পর্যন্ত ৪৭ রান করে নাওয়াচির শিকার হন, তবে শান্ত ব্যাট করে যাচ্ছেন দুর্দান্তভাবে। দ্বিতীয় সেশনের খেলা শেষে ৪৪ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন তিনি।

তবে মুশফিকের দ্রুত বিদায়ে ম্যাচের মোড় কিছুটা ঘুরে গেছে। বাংলাদেশের লিড এখন ৭৩ রানের, হাতে আছে ৬ উইকেট।

বোলিংয়ের দিক থেকে দিনের নায়ক নিঃসন্দেহে ব্লেসিং মুজারাবানি। দ্বিতীয় ইনিংসে মুশফিকের উইকেট ছাড়াও তুলে নিয়েছেন আরও ২ উইকেট।

বাংলাদেশ ৪ উইকেটে ১৫৫ রান তুলে তৃতীয় সেশনের খেলা শুরু করেছে। কিন্তু এই লিড কতটা নিরাপদ, সেটা বোঝা যাবে শেষ সেশনে শান্ত-মিরাজদের পারফরম্যান্সে। দিন শেষে ম্যাচ ঝুঁকির মধ্যেই, জিম্বাবুয়ে এখনো জয়ের আশা ছাড়ছে না।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।