আর্জেন্টিনার মাটিতে আলবিসেলেস্তেরাদের হয়ে লিওনেল মেসির শেষ অফিসিয়াল ম্যাচ—শব্দগুলো উচ্চারণ করাটাই যেন অসম্ভব মনে হয় ভক্তদের কাছে। ভেনেজুয়েলার বিপক্ষে আগামীকাল ভোরে বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে নামবেন তিনি। বিদায়ের মুহূর্ত যত ঘনিয়ে আসছে, ততই আবেগ ছড়িয়ে পড়ছে সতীর্থদের মাঝেও। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রকাশিত এক ভিডিওতে এই বিদায়কে ঘিরে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মেসির দুই আস্থাভাজন সতীর্থ—আঞ্জেল ডি মারিয়া ও রদ্রিগো ডি পল।
ভিডিওর নিচে একটি কান্নার ইমোজি দিয়ে নিজের আবেগ প্রকাশ করেছেন ডি মারিয়া। অপরদিকে ডি পল ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন ভিডিওটি। ডি মারিয়া যদিও অবসর নিয়েছেন তবে কয়েক ঘণ্টা পরই মেসির সাথে মাঠে নামবেন ডি পল হয়তো দেশের মাটিতে শেষবারের মতো।
মেসির পরিবারও থাকবেন আজ গ্যালারিতে—স্ত্রী আন্তোনেলা, সন্তানরা, ভাইবোন, বাবা–মা ও শ্বশুরবাড়ির সদস্যরা। নিজেই আগেই জানিয়েছিলেন, ‘এটা আমার জন্য খুব বিশেষ ম্যাচ হতে যাচ্ছে। হয়তো এরপর কোনো প্রীতি ম্যাচ থাকতে পারে, তবে অফিসিয়াল ম্যাচ এটাই শেষ।’
মেসির সোনালি অধ্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ডি পল ও ডি মারিয়া। তাদের সঙ্গে জিতেছেন ২০২২ কাতার বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা (২০২১, ২০২৪) এবং ফাইনালিসিমা।
দেশের মাটিতে মেসির পরিসংখ্যানও অসাধারণ। মোট ৪৯ ম্যাচে করেছেন ৩৫ গোল, করিয়েছেন ১৯টি। বলিভিয়ার বিপক্ষে সর্বাধিক ৭ গোল তার, এরপর উরুগুয়ে (৫) ও ইকুয়েডরের (৪)।
চিলির রেফারি পিয়েরো মাজ্জার শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে শেষ হবে একটি যুগের। কিন্তু মেসির রেখে যাওয়া স্মৃতি, গোল আর শিরোপার গল্প বেঁচে থাকবে আর্জেন্টিনা ও বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয়ে।