শারজায় ত্রিদেশীয় সিরিজে আরব আমিরাতের বিপক্ষে ৪ রানের জয় পায় আফগানিস্তান। এ জয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে দ্বিতীয় দল হিসেবে এক ভেন্যুতে অন্তত ২০ ম্যাচ জিতল আফগানিস্তান। এই তালিকার প্রথম দলটি বাংলাদেশ।
টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ভেন্যুতে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড বাংলাদেশের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২৪টি টি-টোয়েন্টি জিতেছে বাংলাদেশ। দ্বিতীয় স্থানে থাকা আফগানিস্তান আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে জিতেছে ২০ ম্যাচ। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টি ফরম্যাটে এক ভেন্যুতে অন্তত ২০ ম্যাচ জিতেছে শুধু বাংলাদেশ ও আফগানিস্তান।
১৭ জয়ে তালিকার তিনে রয়েছে পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই জয়গুলো পায় তারা। চার নম্বর স্থানটিও পাকিস্তানেরই দখলে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১৬ ম্যাচ জিতেছে তারা। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ১৪ জয় নিয়ে পাঁচে দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তান ব্যতিক্রম কেবল এক জায়গায়। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম দল হিসেবে বিদেশের ভেন্যুতে ২০ ম্যাচ জিতেছে তারা।
ক্রিকেট খেলুড়ে সব দেশের হিসেব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ভেন্যুতে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড উগান্ডার। দেশটির গাহাঙ্গা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩৯ ম্যাচে ৩৫ জয় পেয়েছে তারা। এরপরের অবস্থান বাংলাদেশের। অর্থাৎ, এই তালিকায় বাংলাদেশের উপরে অবস্থান উগান্ডার। গাহাঙ্গা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩৮ ম্যাচে ২২ জয় নিয়ে তিনে তানজানিয়া। বালির উদয়ন ক্রিকেট মাঠে ৪৪ টি-টোয়েন্টিতে ২১ জয় নিয়ে চারে ইন্দোনেশিয়া। তালিকার পাঁচে রয়েছে আফগানিস্তান।