খেলাধুলা

রাব্বির গোলে জিতল বাংলাদেশ | কালবেলা

রাব্বির গোলে জিতল বাংলাদেশ | কালবেলা



মশিউর রহমান বিপ্লবের ধারণাকে সত্যি প্রমাণিত করে এএইচএফ কাপে বাংলাদেশকে ঘাম ঝরিয়ে ছাড়ল স্বাগতিক ইন্দোনেশিয়া। ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘাম ঝরিয়ে ৩-২ গোলে জিতেছে বাংলাদেশ।

ম্যাচের আগে কোচ মশিউর রহমান বিপ্লব কালবেলাকে বলছিলেন, ইন্দোনেশিয়া ম্যাচটা কঠিন করে তুলবে; কিন্তু জয়ের বিষয়ে আমাদের কোনো সংশয় নেই। ২৮ মিনিটে দুই গোলের লিড নেওয়ার পর মনে হচ্ছিল জাতীয় দলের সাবেক অধিনায়কের আশঙ্কাটা ভুল প্রমাণিত হচ্ছে। সে ধারণা বদলাতেও সময় লাগেনি।

এটা ছিল আসরে লাল-সবুজদের টানা দ্বিতীয় জয়। কাজাখস্তানকে ৪-১ গোলে উড়িয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছিল বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। টানা চারবারের চ্যাম্পিয়নদের পঞ্চম শিরোপার মিশনে তৃতীয় ম্যাচের প্রতিপক্ষ থাইল্যান্ড। আগামীকাল অনুষ্ঠিত হবে ম্যাচ।

বুং কার্নো স্পোর্টস কমপ্লেক্সের হকি গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে ভালোই প্রতিরোধ গড়েছিল ইন্দোনেশিয়া। সে প্রতিরোধ গুঁড়িয়ে বাংলাদেশ ম্যাচে ২-০ গোলের লিড নিয়েছিল। তাতেও অবশ্য স্বাগতিকরা হাল ছাড়েনি। একপর্যায়ে স্কোরলাইন ২-২ করে ইন্দোনেশিয়া ম্যাচ জমিয়ে তোলে। ওই অবস্থা থেকে ম্যাচের ২৫ সেকেন্ড বাকি থাকতে বাংলাদেশকে দারুণ জয় এনে দিয়েছেন ফজলে হোসেন রাব্বি।

শেষ মুহূর্তে করা ফিল্ড গোলে উল্লাসে মেতে ওঠে লাল-সবুজরা। জয়সূচক এ গোলের আগে, ২৫ মিনিটে ওবায়দুল হোসেন জয় বাংলাদেশকে এগিয়ে দেন। ওটা ছিল ফিল্ড গোল। ২৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে স্কোরলাইন দ্বিগুণ করেন সোহানুর রহমান সবুজ। ৩০ মিনিটে প্রাসতিও আলফান্দির ফিল্ড গোলে ব্যবধান কমায় ইন্দোনেশিয়া। ৩৪ মিনিটে আকমাল খায়েরুল্লোহর ফিল্ড গোলে সমতায় আসে দেশটি। ৬০তম মিনিটে জয়সূচক গোল করেন ফজলে হোসেন রাব্বি।

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে বাংলাদেশ। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে থাইল্যান্ড। টানা দুই হারে গ্রুপের তলানিতে আছে স্বাগতিক ইন্দোনেশিয়া। নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের কাছে ২-১ গোলে হেরেছিল ইন্দোনেশিয়া। ২৩ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে বাংলাদেশ।

গ্রুপ পর্ব শেষে শুরু হবে স্থান নির্ধারণী লড়াই। প্রতিযোগিতার দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ এপ্রিল। ২৭ এপ্রিল ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে এবারের আসরের। এএইচএফ কাপের শীর্ষ দুই দল আগামী এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করবে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।