খেলাধুলা

লর্ডসে প্যাট কামিন্সের ইতিহাস | কালবেলা

লর্ডসে প্যাট কামিন্সের ইতিহাস | কালবেলা


লর্ডসের ঐতিহাসিক মাঠে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স একাই ধসিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকাকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দ্বিতীয় দিনে কামিন্স বল হাতে মাত্র ২৮ রানে তুলে নেন ৬ উইকেট। তার এই বিধ্বংসী স্পেলেই দক্ষিণ আফ্রিকা অলআউট ১৩৮ রানে, আর অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে পেয়ে যায় ৭৪ রানের লিড।

এই দুর্দান্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে কামিন্স ছুঁয়ে ফেললেন ব্যক্তিগত আরেকটি মাইলফলক— টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের ঘরে ঢুকে পড়লেন তিনি। একইসঙ্গে তিনি ইতিহাস গড়েছেন লর্ডসে ৬ উইকেট নেওয়া প্রথম অধিনায়ক হিসেবে।

প্রথম দিনের শেষ সেশনে কামিন্স শুরু করেছিলেন উইয়ান মালডারকে বোল্ড করে। দ্বিতীয় দিন সকালে এলেন আরও ক্ষিপ্রতা নিয়ে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাকে কভারে মার্নাস ল্যাবুশেনের দারুণ এক ক্যাচ বানিয়ে ফেরান তিনি।

কিন্তু আসল ধাক্কাটা এল লাঞ্চের পর। বিরতির ঠিক আগ পর্যন্ত কিছুটা জমে উঠেছিল দক্ষিণ আফ্রিকার ইনিংস। কিন্তু কামিন্স তখন ভয়ঙ্কর রূপে আবির্ভূত। এক ওভারে ফিরিয়ে নেন কাইল ভেরেইনে ও মার্কো ইয়ানসেনকে। পরের স্পেলে তুলে নিলেন সেট ব্যাটার ডেভিড বেডিংহামকেও। সেখানেই শেষ নয়, ইনিংসের শেষ উইকেটটিও তুলে নিয়ে কামিন্স এক ইনিংসে ৬ উইকেটের কীর্তি গড়েন, যা লর্ডসে কোনো অধিনায়কের প্রথম।

নতুন রেকর্ডের মালিক

  • কামিন্স হলেন প্রথম অধিনায়ক যিনি আইসিসি ফাইনালে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন
  • তিনি এখন টেস্ট ইতিহাসে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি পাঁচ উইকেট শিকারকারী খেলোয়াড়
  • ৩০০ উইকেটের ক্লাবে ঢোকা ৪০তম খেলোয়াড়, অস্ট্রেলিয়ার হয়ে অষ্টম

ইনিংস শেষে কামিন্স বলেন, ‘লাঞ্চের সময় মনে হচ্ছিল ওরা ভালো খেলছে, কিন্তু পরেই সব বদলে গেল। প্রথম ইনিংসে লিড পেয়ে দারুণ লাগছে।’

৩০০ উইকেটের মাইলফলক প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা আমার কল্পনার চেয়েও বেশি। একজন ফাস্ট বোলারের জন্য ৩০০ অনেক বড় সংখ্যা। চোট, ব্যথা সবকিছুর মধ্য দিয়েও এগিয়ে যেতে পেরেছি, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।’





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।