খেলাধুলা

শরীফুল-তানজিমের আগুনে বোলিংয়ে ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান

শরীফুল-তানজিমের আগুনে বোলিংয়ে ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান


মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সল্প রানের তাড়াতেও পাকিস্তানের ইনিংস শুরুতেই ধসে পড়ে। ১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৭ ওভারেই ৫ উইকেট হারিয়ে চরম বিপদে সফরকারীরা। এখনো দরকার ৭৮ বলে ১১৪ রান, কিন্তু উইকেট যেন একের পর এক গলে পড়ছে বাংলাদেশের বোলারদের দাপটে।

শুরুর ওভারেই রান আউট এরপর ধাক্কা দেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। ফখর জামানকে ৮ রানে কট বিহাইন্ড করান এবং তার আগেই এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মোহাম্মদ হারিসকে।

এরপর তানজিম হাসান সাকিব নামলেন আগুন হয়ে। এক ওভারেই তুলে নেন হাসান নওয়াজ ও মোহাম্মদ নওয়াজের উইকেট—দুজনই রানের খাতা খোলার আগেই ফেরত।

এই মুহূর্তে পাকিস্তানের রান ৩০/৬, ৯.২ ওভার শেষে। মাত্র আউট হয়েছেন অধিনায়ক সালমান আগা (২৩ বলে ৯) অপর প্রান্তে আছেন খুশদিল শাহ (৯ রান, ১৩ বল)। কিন্তু পরিস্থিতি বলছে, এখন একমাত্র অলৌকিক কিছুই তাদের বাঁচাতে পারে।

বাংলাদেশের পেসারদের পারফরম্যান্স ছিল চোখধাঁধানো। শরীফুল ৩ ওভারে ৮ রানে নেন ২ উইকেট। তানজিম ২ ওভারে দেন মাত্র ৪ রান ও শিকার করেন ২টি মূল্যবান উইকেট। মোস্তাফিজও ছিলেন কিপটে, ১ ওভারে মাত্র ৩ রান দিয়েছেন।

এর আগে ব্যাটিংয়ে বাংলাদেশের ইনিংসেও ছিল নাটকীয়তা। পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়ে স্বাগতিকরা। তবে জাকের আলী (৫৫) ও মেহেদী হাসান (৩৩) দলের হাল ধরে লড়াকু সংগ্রহ এনে দেন—১৩৩ রান।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।