খেলাধুলা

সিপিএলে ওয়াইড বলে তারকা ব্যাটারের অদ্ভুতুড়ে আউট (ভিডিও)

সিপিএলে ওয়াইড বলে তারকা ব্যাটারের অদ্ভুতুড়ে আউট (ভিডিও)


ক্রিকেটে অনেক ধরনের আউটেরই দেখা মেলে। হিট উইকেট আউট তেমনই একটি। আন্তর্জাতিক ক্রিকেটে এমন আউট প্রায়ই দেখা যায়। তবে ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেট শাই হোপ ওয়াইড বলে যেভাবে আউট হলেন সেটাকে অদ্ভুতুড়ে না বলে উপায় নেই।

শাই হোপ হিট উইকেট হয়েছেন ওয়াইড ডেলিভারিতে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ২৯ বলে ৩৯ রান করে হিট আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। গায়ানার ইনিংসের ১৫তম ওভারের প্রথম ডেলিভারি করেন মিডিয়াম পেসার টেরেন্স হাইন্ডস। চেষ্টা করেন অফ স্টাম্পের বাইরে স্লোয়ার ডেলিভারি করার। কিন্তু শর্ট স্লোয়ার ডেলিভারিটি অফ স্টাম্পের অনেক বাইরে ওয়াইডের দাগের বেশ বাইরে চলে যায়।

বলের নাগাল পেতে হোপ সেদিকেই পা বাড়িয়ে রিভার্স র‌্যাম্প খেলার চেষ্টা করেন। কিন্তু তার ব্যাট নাগাল পেয়ে যায় স্টাম্পের। অনেক বাইরের বল তাড়া করার চেষ্টায় ব্যাট সুইং নিয়ন্ত্রণে ছিল না তার। ব্যাট আঘাত হানে ‍স্টাম্পে।

হোপের ওই আউট টি-টোয়েন্টি ক্রিকেটে ১৭০তম হিট উইকেট। এর মধ্যে ৪০টি আউট ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অবশ্য হিট উইকেট হওয়া মাত্র চতুর্থ ব্যাটসম্যান হোপ।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।