খেলাধুলা

সিমিওনের খোঁচা — ‘লেভানডভস্কির গোল কিন্তু বেশি, জুলিয়ান!’

সিমিওনের খোঁচা — ‘লেভানডভস্কির গোল কিন্তু বেশি, জুলিয়ান!’


অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠ কাঁপিয়ে জোড়া গোল করলেন জুলিয়ান আলভারেজ। দলের নায়ক হয়ে ওঠা এই আর্জেন্টাইনকে ম্যাচ শেষে প্রশংসায় ভাসালেন কোচ ডিয়েগো সিমিওনে। তবে প্রশংসার মাঝেই রয়ে গেল এক মজার খোঁচা — মনে করিয়ে দিলেন, ‘লেভানডভস্কির গোল কিন্তু বেশি!’ সেই খুনসুটিতে জমে উঠল অ্যাথলেটিকোর ড্রেসিংরুম।

লা লিগায় রোববার রাতে ভায়াদোলিদের বিপক্ষে ৪-২ গোলে দুর্দান্ত জয় পেল অ্যাথলেটিকো মাদ্রিদ। দলের এই জয়ে সবচেয়ে বড় নায়ক জুলিয়ান আলভারেজ। পেনাল্টি থেকে দুই গোল করে দলকে এগিয়ে নেন এই আর্জেন্টাইন। আরও একটি গোল করেন সিমিওনের ছেলে, জুলিয়ানো সিমিওনে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সিমিওনে জুলিয়ানকে নিয়ে বলেন, ‘জুলিয়ান এই মৌসুমে অসাধারণ খেলছে। আমরা ঠিক এই ধরনের ফুটবলারের জন্যই অপেক্ষা করছিলাম। দলের আক্রমণে এখন ও-ই মূল ভরসা। ১৪ গোল করেছে — কিন্তু জানো, লেভানডভস্কির গোল কিন্তু অনেক বেশি!’

সিমিওনে জানালেন, এই মজার তুলনা আসলে খেলোয়াড়কে আরও চাঙা করতে। ‘আমরা চাচ্ছি, সে যেন আরও গোল করে, আরও এগিয়ে যায়। ওর মধ্যে সেই সামর্থ্য আছে। এই ধরণের খুনসুটি খেলোয়াড়দের উদ্দীপনা বাড়ায়।’

ম্যাচে অবশ্য ভায়াদোলিদ ২১ মিনিটে পেনাল্টি থেকে এগিয়ে যায় সেনেগালিজ ফরোয়ার্ড মামাদু সিল্লার গোলে। তবে ২৫ মিনিটে পেনাল্টি থেকেই জবাব দেন আলভারেজ। এরপর ২৭ মিনিটে দুর্দান্ত এক ড্রিবল আর শটে গোল করেন জুলিয়ানো সিমেওনে। দ্বিতীয়ার্ধে আরও একবার পেনাল্টি থেকে গোল করেন জুলিয়ান।

৩১ রাউন্ড শেষে অ্যাথলেটিকো মাদ্রিদ ৬৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে। রিয়াল মাদ্রিদ থেকে ৩ আর বার্সেলোনা থেকে ৭ পয়েন্ট পিছিয়ে। অন্যদিকে ভায়াদোলিদ ১৬ পয়েন্ট নিয়ে সবার তলানিতে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।