সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সহজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টাইগাররা ১৩তম ওভারের শুরুতেই জয় নিশ্চিত করে ফেলে। ফলে তিন ম্যাচের সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে এরইমধ্যে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা।
ম্যাচ শেষে টাইগার অধিনায়ক লিটন দাস স্বীকার করেছেন, প্রতিটি সিরিজ জেতা সম্ভব না হলেও এ ধরনের জয় দলকে আত্মবিশ্বাসী করে তোলে। তিনি বলেন, ‘একজন অধিনায়ক হিসেবে আমি চাই প্রতিটি সিরিজ জিততে। তবে সবসময় তা সম্ভব হয় না। আজকের কৃতিত্ব পুরো দলকেই দিতে হবে। বিশেষ করে বোলাররা অসাধারণ করেছে। আমরা এখানে দুই সপ্তাহ ধরে ক্যাম্প করেছি, ওরা অনুশীলনে বাড়তি পরিশ্রম করেছে এবং মাঠে সেটা প্রয়োগ করেছে।’
লিটন আরও যোগ করেন, ‘উইকেটে কিছুটা গ্রিপ ছিল, কিন্তু তারা জানত কীভাবে বল করতে হবে। ভ্যারিয়েশন কাজে লাগিয়েছে দারুণভাবে। মুস্তাফিজ, তাসকিনের দক্ষতা তো সবার জানা, এমনকি নাসুমও দলে ফিরে তার দায়িত্বটা ঠিকই পালন করেছে। এটাই ইতিবাচক দিক।’
প্রথম ম্যাচ জেতার পর বেঞ্চ শক্তি পরীক্ষার সুযোগ পায় বাংলাদেশ, আর দ্বিতীয় ম্যাচে সেই পরিকল্পনার ফল মিলেছে বলে মনে করেন অধিনায়ক। ‘প্রথম ম্যাচে জিতলে পরের ম্যাচে কিছুটা পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ আসে। আমরা সেটা করেছি এবং সফল হয়েছি। যেহেতু সামনে এশিয়া কাপ, তাই এই জয় আমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি। দিন দিন আমরা দলকে গড়ে তুলতে চাই। ভালো দিক হলো, যে-ই দলে আসুক না কেন, নিজের দায়িত্বটা ঠিকই পালন করছে। শেষ পর্যন্ত যদি জয় আসে, সবকিছুই ঠিকঠাক মনে হয়।’
বাংলাদেশের এই জয় শুধু সিরিজ নিশ্চিত করেই থেমে থাকেনি, বরং আসন্ন এশিয়া কাপের আগে দলকে দিয়েছে আত্মবিশ্বাস।