খেলাধুলা

হোঁচট খেল জার্মানি, জয়ের আনন্দে বাছাইপর্ব শুরু স্পেনের

হোঁচট খেল জার্মানি, জয়ের আনন্দে বাছাইপর্ব শুরু স্পেনের


বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হোঁচট খেল জার্মানি। বৃহস্পতিবার দিবাগত রাতে তারা ২-০ গোলে হেরে গেছে স্লোভাকিয়ার কাছে। আর এ হার তাদের ২০২৬ বিশ্বকাপ অভিযানে শুরুর দিকেই বড় ধাক্কা দিলে। অন্যদিকে, বুলগেরিয়ার বিপক্ষে সহজ জয় পেয়েছে স্পেন।

২০১০ বিশ্বকাপ খেলা স্লোভাকিয়া ডেভিড হানকো আর ডেভিড স্ট্রেলেকের গোলে এগিয়ে যায়। জার্মানির রক্ষণভাগের একের পর এক ভুল কাজে লাগিয়ে দুই গোল তুলে নেয় স্বাগতিকরা। আর ম্যাচে ফেরার কোনো উপায় খুঁজে পায়নি চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

জার্মানির পরাজয়ের দিনে জয়ের দেখা পেয়েছে স্পেন। সোফিয়ায় বৃহস্পতিবার রাতে বুলগেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের অনায়াস জয়ে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করল লুইস দে লা ফুয়েন্তের দল।

মিকেল ওয়ারসাবালের গোলে সফরকারীরা এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মার্ক কুকুরেইয়া। প্রথমার্ধেই শেষ গোলটি করেন মিকেল মেরিনো। ‘ই’ গ্রুপের ম্যাচটিতে ৭৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ২৪টি শট নিয়ে ১২টি লক্ষ্যে রাখতে পারে র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্পেন।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।