খেলাধুলা

১৪৮ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম ঘটল এমন ঘটনা

১৪৮ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম ঘটল এমন ঘটনা


ক্রিকেট মাঠে কত ব্যতিক্রম ঘটনাই দেখা যায়। তবে সম্প্রতি এমন ঘটনা ঘটেছে যা আন্তর্জাতিক ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসেই কখনো দেখা যায়নি। কানাডা বনাম স্কটল্যান্ড ম্যাচে ইনিংসের প্রথম দুই বলে আউট হয়েছেন দুই ওপেনার। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা দ্বিতীয়টি নেই।

আন্তর্জাতিক টেস্ট শুরু হয় ১৮৭৭ সালে। সে হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হচ্ছে ১৪৮ বছর ধরে। টেস্ট, ওয়ানডে এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি মিলিয়ে কখনও ইনিংসের প্রথম ২ বলে কোনো দলের দুই ওপেনার আউট হননি। আইসিসি ওয়ানডে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ঘটেছে মূল ঘটনা।

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বেরিংটন। প্রথম ওভার করতে আসেন পেসার ব্র্যাড কারি। তার প্রথম বলেই খোঁচা দিয়ে স্লিপে মার্ক ওয়াটের হাতে ক্যাচ দেন কানাডার ওপেনার আলি নাদিম। তিন নম্বরে ব্যাট করতে নামেন পারগত সিংহ। কারির দ্বিতীয় বল স্ট্রেট ড্রাইভ করেন পারগত। আটকানোর চেষ্টা করেন কারে।

২২ গজের নন স্ট্রাইকার প্রান্তে থাকা অন্য ওপেনার যুবরাজ শর্মা রান নেওয়ার জন্য ক্রিজ়ের বাইরে বেরিয়ে গিয়েছিলেন। সে সময় বল কারের হাতে লেগে উইকেট ভেঙে দেয়। পারগত ছিলেন উইকেটের ভেতর। ফলে রান আউট হয়ে যান যুবরাজ। এ ভাবে পর পর দু’বলে আউট হয়ে যান দুই ওপেনারই। ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা এবারই প্রথম ঘটেছে।

আলোচিত এই ম্যাচে অবশ্য জয়ের দেখা পেয়েছে স্কটল্যান্ডই। ১৮ রানে ৫ উইকেট হারানো কানাডা শেষ পর্যন্ত ৪৮.১ ওভারে ১৮৪ রান করে। জবাবে ৪১.৫ ওভারে ৩ উইকেটে ১৮৭ রান তুলে ম্যাচ জিতে নেয় স্কটিশরা।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।