খেলাধুলা

১৮ বছরের স্বপ্নপূরণে কোহলি, পাশে আবেগঘন আনুশকা

১৮ বছরের স্বপ্নপূরণে কোহলি, পাশে আবেগঘন আনুশকা


শেষ পর্যন্ত এল সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ১৮ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর আইপিএলের প্রথম শিরোপা জিতল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। ২০২৫ আইপিএলের ফাইনালে তারা হারিয়েছে পাঞ্জাব কিংসকে, আর এ জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন দলের প্রাণভোমরা বিরাট কোহলি। মাঠেই তাকে জড়িয়ে ধরলেন স্ত্রী ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা, সান্ত্বনা দিলেন কপালে চুমু খেয়ে।

ফাইনালের শেষ বলটি যখন শেষ হলো, তখনই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ছড়িয়ে পড়ল উল্লাস। গ্যালারিতে দাঁড়িয়ে থাকা আনুশকা শর্মা লাফিয়ে উঠলেন আনন্দে, চোখে-মুখে বিস্ময়ের ছাপ, দু’হাত তুলে উল্লাস। পরে মাঠে নেমে কোহলিকে জড়িয়ে ধরেন তিনি। আবেগে কাঁপছিলেন কোহলি, চোখে জল—যা ক্যামেরায় ধরা পড়তেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

আরসিবির হয়ে ১৫ ম্যাচে ৬৫৭ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন কোহলি। ফাইনালেও খেলেছেন ৪৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। এত বছর ধরে বারবার শিরোপার কাছাকাছি গিয়েও হোঁচট খাওয়া এই দলকে শেষমেশ সাফল্যের মুখ দেখাতে পারার পর সেই আবেগ সামলাতে পারেননি সাবেক অধিনায়ক।

সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই কোহলি-আনুশকার এই মুহূর্ত নিয়ে চলছে আলোচনার ঝড়। ভক্তরা আনুশকাকে ‘আরসিবির লেডি লাক’ বলে আখ্যায়িত করছেন। কেউ কেউ বলছেন—‘এটা শুধু একটা ম্যাচ নয়, কোহলির ক্যারিয়ারের পূর্ণতা।’ আবার অনেকেই বলছেন, ‘ভবিষ্যতে এই ছবি থাকবে কোহলির আইকনিক মুহূর্তের তালিকায়।’

ম্যাচশেষে ট্রফি হাতে কোহলি ও আনুশকার হাসিমাখা ছবিও ভাইরাল হয়েছে। লাল-কালো জার্সির রঙে রাঙা কোহলির চোখে-মুখে প্রশান্তি, পাশে দাঁড়িয়ে চিরসঙ্গী আনুশকা—এ যেন শুধুই একটি ট্রফি জয় নয়, দীর্ঘ অধ্যবসায় ও সমর্থনের এক অপূর্ব মিশেল।

এই জয় শুধু একটি ফ্র্যাঞ্চাইজির নয়, এটি সেই সকল ভক্তের, যারা ২০০৮ সাল থেকে আজ অবধি এই দলকে নিঃশর্তভাবে সমর্থন করে গেছেন। আর সবচেয়ে বড় কথা, এটি বিরাট কোহলির গল্প—একজন কিংবদন্তির পরিপূর্ণতার গল্প।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।